দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর এক দিন পরই বিভিন্ন পেট্রল পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল সংগ্রহে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছেন ক্রেতারা।
জানা যায়, গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত থেকেই রাজধানীর কিছু কিছু পেট্রল পাম্প থেকে তেল দেওয়া হচ্ছিল না। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার বেশির ভাগ পাম্পই কার্যত বন্ধ রয়েছে।
পেট্রল পাম্পে তেল নিতে আসা এক মোটরসাইকেলচালক বলেন, ‘সকাল থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার প্রায় ১০টি পাম্পে গিয়েছি। সবখানেই বলেছে তেল নেই। দাম কমে যাওয়ার অজুহাতে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। দাম বেড়ে গেলে ঠিকই বিক্রি চালু রাখত।
’
মৎস্য ভবন এলাকার এক পাম্পকর্মী বলেন, ‘গতকাল জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারির খবরে রাতেই পাম্পগুলোতে সংরক্ষিত তেল প্রায় শেষ হয়ে যায়। সকালে নতুন তেলের গাড়ি না আসায় আমরা ক্রেতাদের চাহিদামতো তেল সরবরাহ করতে পারছি না। এ কারণে পাম্প বন্ধ রাখা হয়েছে।’
এ বিষয়ে বাংলাদেশ পেট্রল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘শুক্র-শনিবার তেলের গাড়িগুলো বন্ধ থাকায় প্রতি রবিবার সকালে এমনিতেই একটু সংকট থাকে।
এটা স্বাভাবিক। তবে আজ স্বাভাবিকের তুলনায় একটু দেরি হচ্ছে, কারণ তেলের দাম বাড়লে-কমলে প্রতিটা ডিপোতে বিপিসির অডিট টিম গিয়ে স্টক যাচাই করে। তারপর তেলের ডেলিভারি হয়। আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’