প্রতিক্ষণ

৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আফগানিস্তানে আল কায়দার ‘আমির’ সেই ‘মৃত’ হামজা পরিস্থিতির কারণে নিজেকে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম : সেই ফাতিমার স্বীকারোক্তি যেভাবে রাডারের বাইরে ছিল শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট। উত্তরা থেকে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান। পুলিশ কর্মকর্তারা বদলি-পদোন্নতি নিয়েই ব্যস্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবুরকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসর ১ অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে। ৬ টাকা প্রতি পিস ডিম আমদানি হচ্ছে ভারত থেকে সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগ চালু, সেনা-বিজিবি মোতায়েন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এবার ষষ্ঠ দফায় আগামী সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। পেট্রল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা।

জ্বালানি তেলের নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা।

https://64d7ed763f6dc4bb575a767bd2e8c417.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *