প্রতিক্ষণ

৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আফগানিস্তানে আল কায়দার ‘আমির’ সেই ‘মৃত’ হামজা পরিস্থিতির কারণে নিজেকে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম : সেই ফাতিমার স্বীকারোক্তি যেভাবে রাডারের বাইরে ছিল শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট। উত্তরা থেকে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান। পুলিশ কর্মকর্তারা বদলি-পদোন্নতি নিয়েই ব্যস্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবুরকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসর ১ অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে। ৬ টাকা প্রতি পিস ডিম আমদানি হচ্ছে ভারত থেকে সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগ চালু, সেনা-বিজিবি মোতায়েন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা একটি নতুন পরিপত্রে জাতীয় শিক্ষাক্রম-২০২২ এর বাস্তবায়ন নিয়ে চলমান চ্যালেঞ্জের বিষয়টি উত্থাপন করা হয়েছে। পরিপত্রে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা, অংশীজনদের মতামত, গবেষণা, এবং জরিপের ভিত্তিতে উঠে আসা বিভিন্ন সমস্যার কারণে এই শিক্ষাক্রমের সফল বাস্তবায়ন সম্ভব নয় বলে জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকগণের প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে অস্পষ্টতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবের কারণে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সমস্যা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে কিছু জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রাক-প্রাথমিক থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের ধারাবাহিকতা রক্ষা করে ৪র্থ ও ৫ম শ্রেণীর পুস্তকগুলো সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। মূল্যায়ন পদ্ধতি যথাসম্ভব পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসরণ করে পরিবর্তন আনা হবে।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর চলমান পাঠ্যপুস্তক ২০২৪ সাল পর্যন্ত বহাল থাকবে এবং ২০২৫ সালে সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এ সময়ের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো সংশোধিত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হবে।

২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে প্রণীত শাখা ভিত্তিক পাঠ্যপুস্তকসমূহের মাধ্যমে নেয়া হবে। সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হবে।

২০২৫ সালে নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে সংশোধিত ও পরিমার্জিত শাখা ভিত্তিক পাঠ্যসূচি অনুসরণ করবে।

এছাড়া, ২০২৫ সালে সংশ্লিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং অংশীজনদের সহযোগিতায় নতুন শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অবিলম্বে এসব পরিবর্তন কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *