প্রতিক্ষণ

৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আফগানিস্তানে আল কায়দার ‘আমির’ সেই ‘মৃত’ হামজা পরিস্থিতির কারণে নিজেকে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম : সেই ফাতিমার স্বীকারোক্তি যেভাবে রাডারের বাইরে ছিল শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট। উত্তরা থেকে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান। পুলিশ কর্মকর্তারা বদলি-পদোন্নতি নিয়েই ব্যস্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবুরকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসর ১ অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে। ৬ টাকা প্রতি পিস ডিম আমদানি হচ্ছে ভারত থেকে সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগ চালু, সেনা-বিজিবি মোতায়েন

দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর এক দিন পরই বিভিন্ন পেট্রল পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল সংগ্রহে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছেন ক্রেতারা। 

জানা যায়, গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত থেকেই রাজধানীর কিছু কিছু পেট্রল পাম্প থেকে তেল দেওয়া হচ্ছিল না। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার বেশির ভাগ পাম্পই কার্যত বন্ধ রয়েছে।

পেট্রল পাম্পে তেল নিতে আসা এক মোটরসাইকেলচালক বলেন, ‘সকাল থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার প্রায় ১০টি পাম্পে গিয়েছি। সবখানেই বলেছে তেল নেই। দাম কমে যাওয়ার অজুহাতে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। দাম বেড়ে গেলে ঠিকই বিক্রি চালু রাখত।

মৎস্য ভবন এলাকার এক পাম্পকর্মী বলেন, ‘গতকাল জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারির খবরে রাতেই পাম্পগুলোতে সংরক্ষিত তেল প্রায় শেষ হয়ে যায়। সকালে নতুন তেলের গাড়ি না আসায় আমরা ক্রেতাদের চাহিদামতো তেল সরবরাহ করতে পারছি না। এ কারণে পাম্প বন্ধ রাখা হয়েছে।’

এ বিষয়ে বাংলাদেশ পেট্রল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘শুক্র-শনিবার তেলের গাড়িগুলো বন্ধ থাকায় প্রতি রবিবার সকালে এমনিতেই একটু সংকট থাকে।

এটা স্বাভাবিক। তবে আজ স্বাভাবিকের তুলনায় একটু দেরি হচ্ছে, কারণ তেলের দাম বাড়লে-কমলে প্রতিটা ডিপোতে বিপিসির অডিট টিম গিয়ে স্টক যাচাই করে। তারপর তেলের ডেলিভারি হয়। আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *